ঘাটাইলে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

0
76

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অসহায় দুস্থ অসহায় ও দরিদ্র মানুষকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ ২৯ জুলাই শনিবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান খান এর উদ্যোগে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাচটিকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর সহায়তায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ওই ইউনিয়নের বিভন্ন গ্রামের প্রায় ২ হাজারের বেশী রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এ বিষয়ে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ কামরুল হাসান খান বলেন,দুস্থ ও অসহায় মানুষদের এই চিকিৎসাসেবা প্রদান অব্যাহত থাকবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ওই ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।