মায়ামিতে মেসির আরেকটি গোলাপি উৎসব

0
209

লিওনেল মেসি মাঠে নামবেন, গোল করবেন, করাবেন। দল জিতবে, ভক্তরাও উল্লাসে মাতবে। বিষয়গুলো যেন সাধারণ নিয়মে পরিণত হয়ে উঠছে নিয়মিত। ইউরোপ ছেড়ে পাড়ি দিয়েছেন আমেরিকায়, সেখানেও চলছে মেসির জাদু। নিজের দ্বিতীয় ম্যাচেই জোড়া গোলে দলকে জেতালেন। আজ বুধবার (২৬ জুলাই) আমেরিকান লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের দশম মিনিটেই প্রতিপক্ষের জালে প্রথম গোলটি দেন মেসি। দীর্ঘদিনের বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসের পাস থেকে মায়ামিকে এগিয়ে নেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ২২তম মিনিটে আবারও মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। তাকে দেখে কে বলবে, এখানে সবে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন তিনি!

প্রথমার্ধের ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে আবারও টেইলরের গোল। মেসির দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছিলেন টেইলর, এবার তার দ্বিতীয় গোলে বলের জোগানদাতা মেসি।

দুই গোল করে, একটি করিয়ে ফ্লোরিডার ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে আবারও গোলাপি উৎসবের উপলক্ষ্য এনে দিলেন অধিনায়ক মেসি। ৮০ মিনিটে তাকে তুলে নেন কোচ জেরার্দো মার্টিনো। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির বর্ষণে মহানায়ককে ভালোবাসা জানান দেন।

পিএসজিতে দুটো বাজে মৌসুম কাটিয়ে মেসি চেয়েছিলেন ফুটবলটাকে উপভোগ করতে। মায়ামিতে দুই ম্যাচে মেসিকে দেখে বোঝাই যাচ্ছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নিজের খেলা।