হিজলায় দিনদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

0
144

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় ডেঙ্গু রোগের পরিস্তিতি ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে ২৪ জুলাই ২৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে এর মধ্যে ৩ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। বর্তমানে ২৯ জন রোগী হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।

ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক রোগী সিট না পেয়ে ফ্লোরে ও বারান্দায় চিকিৎস্যা নিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার জানায় ডেঙ্গু রোগী পরিস্থিতি ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের পক্ষে রোগী ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয় উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন প্রতিটি পরিবারকে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন এবং সোচ্চার হতে হবে। উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার জানায়, আমরা প্রতিটি ইউনিয়নে মশা নিধন করার জন্য শিগ্রই স্প্রে করা হবে। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও জনসাধারনকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করার লক্ষে প্রচার ব্যাবস্থা চালু করা হবে।