মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত, আহত ৩

0
242

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত ও প্রাইভেটকার চালকসহ ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা যাওয়ার সময় গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয় । এতে মোটর সাইকেল চালকের দুই-পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় বাসটি পালিয়ে যেতে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও ২ যাত্রী আহত হয়।

এই বিষয়ে তিনি আরো জানান, হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটকের চেষ্টা চালাচ্ছে।

প্রাসঙ্গিক, নিহত মোটর সাইকেল চালকের নাম নাহিদ আহমেদ (২৭)। সে একটি ওষুধ কোম্পানীর নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা এরিয়া প্রতিনিধি হিসাবে কাজ করে।

আহতরা হচ্ছেন প্রাইভেটকার চালক দেলোয়ার হোসেন (৩০), যাত্রী আব্দুর রব (৭০) ও তার স্ত্রী বিলকিস বেগম (৬১)।