শিক্ষা মন্ত্রণালয়ের ৩৫ লাখ টাকার অনুদান পেল উল্লাপাড়ার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান

0
106

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের অনুদানের ৩৫ লক্ষ টাকা পেল উল্লাপাড়ার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা। নির্বাচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকুলে ৫ লক্ষ টাকার অনুদান শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কীম (পিবিজিএসআই) ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে।

উল্লাপাড়ায় ৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো – উপজেলার বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়, বন্যাকান্দি আলীম মাদ্রাসা, উল্লাপাড়া দাখিল মাদ্রাসা ও এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক বলেন, ২০২২-২৩ অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান (এসএমএজি/ এমএমএজি/ জিবিএজি) আওতায় নির্বাচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ ৫ লাখ টাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য প্রণোদনা হিসেবে ২০%, প্রতিষ্ঠানের লাইব্রেরি, বই, শিক্ষা উপকরণ এবং গবেষণার জন্য সরঞ্জামাদি ক্রয় বাবদ ৩০%, প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের জন্য অবকাঠামো, বিশুদ্ধ পানি, শৌচাগার, কমনরুম ইত্যাদি উন্নয়নের জন্য ২৫ %, দুস্থ ও মেধা সম্পন্ন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সহায়তা বাবদ ব্যয় ১৫%, বিদ্যালয়ে অধ্যায়নরত প্রতিবন্ধী, দুরারোগ্য রোগে আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ফ্যাসিলিটিস উন্নয়ন বাবদ ১০% অনুপাতে অর্থ ব্যয় করার বিধান রেখেছেন শিক্ষা মন্ত্রণালয়। বরাদ্দ পাওয়া এ অর্থে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ উন্নয়ন হবে বলে তিনি জানান।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকা করে উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ৩৫ লাখ টাকা বিশেষ অনুদান পেয়েছে। সরকারের বরাদ্দকৃত অর্থ নিয়ম অনুযায়ী স্তরভিত্তিক ব্যয় করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, পরিচালনা কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।