মানবতা এবং একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা; ওসি জয়নাল আবেদিন

0
165

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: মানুষ মানু‌ষের জ‌ন্যে। এ বিশ্বাস ধারণ ক‌রে সমা‌জের কিছু মানুষ অন্যের প্র‌য়োজ‌নে নিস্বার্থ সহ‌যোগীতা ক‌রে তৃপ্ত হন। প্রা‌প্তি হীন সেবা‌তেই যেন তা‌দের তৃ‌প্তি। এম‌নি একজন মানবতার ফে‌রিওয়ালা মাগুরা সদর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি ) জয়নাল আবে‌দিন মন্ডল।

একজন পু‌লিশ হি‌সে‌বে নিজ পেশার গুরুদা‌য়িত্ব পাল‌নের পাশাপা‌শি তি‌নি প্র‌তিনিয়ত মানব‌সেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। মহামারী করোনা প্রাদুর্ভাবের ফলে সমা‌জের দরিদ্র মানুষগুলোর অসহায় মুখগু‌লি যখন আকাশপানে তাকিয়ে থা‌কে, তখন খাদ্যদ্রব্য আর নগদ অর্থ-সাহায্য সহ ক্ষ‌নে ক্ষ‌নে তাদের সেবায় এগিয়ে এসে বরাবরই সবার নজর কেড়েছেন মানবতার এই ফে‌রিওয়ালা।

সম্প্রতি সময়ে সোমবার (২৭ জুলাই ) মাগুরা সদরের পুকু‌রিয়া গ্রা‌মের হতদ‌রিদ্র জ্যেৎস্না বেগম (৬০) প্র‌তিপ‌ক্ষের হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হ‌য়ে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভ‌র্তি হয়। উন্নত চি‌কিৎসার জন্য ডাক্তার তা‌কে ফ‌রিদপুর সদর হাসপাতা‌লে পাঠা‌লে সেখান থে‌কে আবার ঢাকা রেফার্ড ক‌রেন। ঢাকায় নি‌য়ে চি‌কিৎসা করা‌নোর কথা শু‌নে হতদরীদ্র বৃদ্ধার প‌রিবা‌রের মাথায় আকাশ ভে‌ঙ্গে প‌ড়ে। কিভা‌বে তা‌কে ঢাকায় নে‌বে? কোথায় পা‌বে গা‌ড়ি ভাড়ার এত টাকা ? এ যেন মরার উপর খাড়ার ঘা। তাতে কি!

চি‌কিৎসা সামর্থহীন বৃদ্ধার প‌রিবার চি‌কিৎসা ভু‌লে দা‌রিদ্রতার শুন্য ঝু‌লি হা‌তে বাসায় ফি‌রে আসার সিদ্ধান্ত নি‌লে সংবাদ পান পু‌লি‌শের মান‌বিক অফিসার ও‌সি জয়নাল আবে‌দিন। দ্রুত হাসপাতা‌লে ছু‌টে যান মান‌বিকতার দূত হ‌য়ে। তি‌নি বৃদ্ধার শারী‌রিক খোজখবর নি‌য়ে তাৎক্ষ‌নিকভা‌বে ব্যা‌ক্তিগত উ‌দ্যো‌গে আধু‌নিক এক‌টি এ্যাম্বু‌লেন্স ভাড়া ক‌রে স্থানীয়‌দের সহায়তায় তা‌কে ঢাকায় পাঠা‌নোর ব্যবস্থা ক‌রেন। স‌স্থির পরশ ছ‌ড়ি‌য়ে দেন দরীদ্র পরিবা‌র‌টি‌তে।
পু‌লি‌শের এমন মান‌বিক সেবায় বৃদ্ধার প‌রিবার সহ স্থানীয়‌দের মা‌ঝে চাপা আবে‌গের সৃ‌স্টি ক‌রে। প্রশংসিত হয় মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন সহ মাগুরা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ।