হিজলা উপজেলার কাউরিয়া বাজারের বেহাল দশা, খানাখন্দের কারণে যানজট

0
78

হিজলা প্রতিনিধি: বরিশাল জেলার হিজলা উপজেলার ঐতিহ্যবাহী কাউরিয়া বাজারের বেহাল দশা। প্রতিটি রাস্তা (গলী) খানাখন্দ দেখার কেউ নেই।

উপজেলার সবচেয়ে বড় ব্যবসায়ী বন্দর হিসাবে পরিচিত এই বাজার। এই বাজারে মুলাদী, কাজিরহাট ও মেহেন্দিগঞ্জ উপজেলা হাজার হাজার ব্যবসায়ীর বিচরণ রয়েছে। বরিশাল জেলার সবচেয়ে বড় সুপারির বাজার কাউরিয়া বাজার। গরুর বাজারও কয়েক থানার মধ্যে বড়।

প্রতিবছর এই বাজার থেকে সরকার রাজস্ব নিচ্ছে কোটি টাকার বেশি। অথচ বাজারে পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্থা । ভালো ধরনের কোন টল সেটও নেই। বাজারের মধ্যে শাখা রাস্তা গুলো খানাখন্দ।

বন্দর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার অশোক কুমার চ্যাটার্জী বলেন হিজলার সবচেয়ে বড় বাজার হিসাবে তেমন কোন উন্নয়নমূলক কাজ হয়নি। তিনি আরো বলেন এই বাজারে পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থা না থাকায় প্রতিটি গলিতে পানি জমে থাকে।

বন্দর কমিটির সভাপতি গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার বলেন শীঘ্রই কাউরিয়া বাজারের সমস্যার সমাধান করা হবে।