ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে : বাইডেন

0
127

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটের সদস্য পদ দিলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। আমেরিকা থেকে যখন ইউক্রেন মাত্রই ক্লাস্টার বোমা হাতে পেয়েছে তখন বাইডেন একথা বললেন।

গতকাল (বৃহস্পতিবার) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোর সাথে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, যুদ্ধ চলার মধ্যে কোনো দেশ ন্যাটো জোটে যোগ দিতে পারে না, কারণ এমনটি হলে নিশ্চিত হবে যে- আমরা যুদ্ধের মধ্যে আছি, তখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পড়ে যাব।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটে ইউক্রেনের সম্ভাব্য প্রবেশের বিষয়টি এমন নয় যে, তারা এই জোটে যোগ দিতে পারবে কিনা বরং বিষয়টি এমন যে, তারা কবে যোগ দেবে।

ন্যাটো সনদের আর্টিকেল ফাইভে বলা হয়েছে, জোটভুক্ত কোনো দেশ যদি কোনো দেশের মাধ্যমে আক্রান্ত হয় তাহলে বাকি সব দেশ সম্মিলিতভাবে শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। সে অনুযায়ী ইউক্রেন যদি এখন ন্যাটো জোটে যোগ দেয় তাহলে আক্রান্ত দেশ হিসেবে জোটের অন্য সব দেশের দায়িত্ব হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা।

এমন প্রেক্ষাপটে যুদ্ধ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বারবার বলে আসছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা তার দেশের নেই।
সূত্র : পার্সটুডে