আগস্টে তুরস্ক সফরে যাচ্ছেন পুতিন

0
131

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরের পর এবার দেশটিতে সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসেই তিনি তুরস্ক সফরে যাবেন। ইউক্রেন অভিযান চালানোর পর এই প্রথম দেশটিতে সফরে যাচ্ছেন পুতিন। শনিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

ইস্তাম্বুলে জেলেনস্কির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, আগামী আগস্টে রুশ প্রেসিডেন্ট পুতিন তুরস্ক সফর করবেন। ওই সময় পুতিনের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক আলোচনায় কৃষ্ণসাগর শস্য চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে।

চুক্তিটির মেয়াদ প্রতি দুই মাস পর পর না বাড়িয়ে তিন মাস পর বাড়ানোর বিষয়ে রাশিয়ার সঙ্গে কথা হয়েছে বলেও উল্লেখ করেন এরদোয়ান।

এর আগে গত বৃহস্পতিবার বুলগেরিয়া থেকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে পৌঁছান জেলেনস্কি। সেখান থেকে গত শুক্রবার তুরস্কে আসেন তিনি। এসব দেশ সফরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির পাশাপাশি দূরপাল্লার অস্ত্র পাওয়া নিয়ে আলোচনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি