চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ধান বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

0
224

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানসুড়া হতে নাচোল গামী গনইর গ্রামের পাঁকা রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধান বোঝাই ট্রাক উল্টে একজন চালক নিহত হয়েছে। নিহত চালক হচ্ছে, নাচোল উপজেলার সূর্যপুরের মৃত ফুল মোহাম্মদের ছেলে আব্দুল মতিন (৩২)।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, ৭ জুলাই শুক্রবার সকাল সোয়া ৬ টার দিকে ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৮-৮৩০৬) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক চালক নিহত হয়। হেলপার পালিয়ে গেছে।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীগণ এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি মিন্টু রহমান।