শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

0
234

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নৌকার মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে গণসংযোগ করেছেন।

সোমবার বেলা ১১ টার দিকে নির্বাচনী এলাকার শ্রীনগর বাজার এবং আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগকালে লিফলেট বিতরণ ও জনসাধারণের কাছে নৌকার পক্ষে ভোট কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসেন আলমাছ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাটাভোগের সভাপতি হাজী রমিজউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন, তন্তরের সভাপতি আজিজুল হক দুলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু, আটপাড়ার সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোলাপাড়ার সাধারণ সম্পাদক গোপীনাথ দাস, বীরতারার সাধারণ সম্পাদক সাব্বির শেখ, হাঁসাড়ার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মুকুল, শ্যামসিদ্ধির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান মাস্টার, বাড়ৈখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন তালুকদার, রাঢ়িখাল ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বেপারী, উপজেলা তাঁতী লীগের সভাপতি দিপক মেম্বার, সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মুমিন তালুকদার, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বল, উপজেলা ওলামালীগের সভাপতি শেখ আলীনূর, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, শ্রমিকলীগ নেতা টিংকু শেখসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইউপি সদস্যগণ।