মহড়ায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: মুখপাত্র

0
88

ইসলামি প্রজাতন্ত্র ইরান মহানবী (স)-১৪ নামে গতকাল (মঙ্গলবার) যে সামরিক মহড়া চালিয়েছে তাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া, মহড়ায় দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো আশ্চর্যজনক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

সামরিক মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, যুদ্ধ-প্রস্তুতি বাড়ানোর জন্য ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ মহড়া চালায়। ইরানের হরমুজগান প্রদেশের বিস্তীর্ণ উপকূল, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে মহড়া অনুষ্ঠিত হয়।
মার্কিন কল্পিত বিমানবাহী জাহাজে হামলা চালায় আইআরজিসি

এতে আইআরজিসি’র নৌ ও বিমান শাখা একযোগে অংশ নেয় এবং স্থল, সমুদ্র ও আকাশে মহড়া চালায়। এ সম্পর্কে নিলফোরুশান বলেন, যেকোনো পরিস্থিতি মোাকবেলার জন্য ইরানের সামিরক বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে এভাবে মহড়া চালানো হয়েছে। #পার্সটুডে