ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল সহ নানা উপকরণ বিতরণ

0
313

ঝিনাইদহ প্রতিনিধি: বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব-মেধাবী শিক্ষার্থদের বাইসাইকেল, গরিব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন,ফটোকপিয়ার,খেলাধুলার সামগ্রীসহ নানা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমি,ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪১ বাইসাইকেল, নারীদের মাঝে ৪১ সেলাই মেশিন, প্রতিবন্ধী ১০ জনের হুইলচেয়ার, ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফটোকপি মেশিন, ১০ টি স্প্রে মেশিন, ৪৪ জোড়া বে সহ স্কুল ব্যাগ, খেলার সামগ্রী বিতরণ করা হয়।