সদরঘাটে গেলেই মিলছে অগ্রিম টিকিট

0
135

ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে চলাচলকারী লঞ্চগুলো আগেভাগেই অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে। সদরঘাটে গেলেই দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর সদরঘাটে টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীরা বিভিন্ন কাউন্টার থেকে অগ্রিম টিকিট কেটে লঞ্চের কেবিন নিশ্চিত করছেন।

সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরা এখন সড়কপথেই বেশি যাতায়াত করেন। এতে যাত্রী সংকটে পড়েন লঞ্চ মালিকরা। এ কারণে কোরবানিকে সামনে রেখে যাত্রী টানতে অগ্রিম টিকিট বিক্রি ও কেবিন বুকিং শুরু করেছেন সংশ্লিষ্টরা।

পারাবত লঞ্চের কাউন্টার ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, ‘যাত্রী আসলে আমরা অগ্রিম কেবিন দিচ্ছি। আমাদের যাত্রী দরকার, এমনিতেই লঞ্চ কমে গেছে। যাওয়া-আসার দুটো টিকিটই দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ঈদের আগের ৩ দিনের জন্য ২০-২৫ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। আশা করছি, চাঁদ রাত পর্যন্ত শতভাগ কেবিন বিক্রি হয়ে যাবে।’

ভোলা রুটের কর্ণফুলী লঞ্চের অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুর্য দেবনাথ বলেন, ‘আমি আগেই ভোলা চলে যাবো। তবে দিদি ও জামাইবাবু ২৭ জুন যাবেন, তাদের জন্য টিকিট নিতে আসা। আগে এত আগেভাগে কেবিন বুকিং দেওয়া যেতো না। তখন কেবিন পাওয়াই কঠিন হতো।’

অগ্রিম টিকিট বিক্রি ও বুকিংয়ের বিষয়ে লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা নির্দিষ্ট সময়ের আগেই কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। যাত্রীরা যেকোনও দিনের টিকিট সংগ্রহ করতে পারবেন। ফিরতি টিকিটও সংগ্রহ করতে পারবেন।আর ডেকের টিকিট যাত্রার দিনই সংগ্রহ করা যাবে।’

ঈদযাত্রা উপলক্ষে এবারও ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। নিয়মিত ভাড়াতেই এবার লঞ্চ চলাচল করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘লঞ্চে যাত্রীর সংখ্যা এমনিতেই কমে গেছে। ভাড়া বাড়ালে তো যাত্রীই হবে না। নিয়মিত যে ভাড়া আছে সেভাবেই চলবে। ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ভাড়া আরও কিছুটা কম রাখা হবে।’

বিআইডব্লিউটিএ সদরঘাট নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত ঈদের ৫ দিন আগে অগ্রিম টিকিট ছাড়া হতো। এখন তো যাত্রী নেই, তাই আগেভাগেই বুকিংয়ের সুযোগ দিয়েছে লঞ্চগুলো। জুনের শুরু থেকেই কমবেশি টিকিট বিক্রি শুরু হয়েছে,এখন পরিমাণ বাড়ছে।’