শ্রীনগরে কোরবানির ঈদকে সামনে রেখে কামার পট্রিতে ভিড়

0
126

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও মাংস কাটার দা, বটি, বড় ছোড়া, চাকু, চাপাতি, চানিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের ধারালো লোহার যন্ত্রপাতির সান দিতে কামারপট্রিতে মানুষের ভিড় বাড়ছে।

এছাড়াও হাটবাজার কিংবা সড়কের পাশে কামার দোকানে নতুন যন্ত্রপাতি তৈরীর অর্ডার দিচ্ছেন স্থানীয়রা। প্রতি বছরের ন্যায় কোরবানির ঈদকে সামনে রেখে কামার দোকানগুলো ব্যস্ত হয়ে পড়ে। এসব কামারের দোকানের টুং-টাং শব্দে আগাম ঈদ আনন্দ মনে দোলা দিচ্ছে।

জানা গেছে, ঐতিহ্যবাহী বিক্রমপুর অঞ্চলে ঈদের সকাল অথাৎ পশু কোরবানির আগ মূহুর্ত স্থানীয় কামারের দোকানগুলোতে শ্রমিকরা দা-বটি ও ছোড়া-চাকুর সান ও অন্যান্য লোহার জিনিসপত্র তৈরীর কাজে ব্যস্ত সময় পাড় করেন। ১০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যে পুরনো দা, বটি, চাপাতি, ছোড়া, চাকুসহ বিভিন্ন যন্ত্রপাতির (ওজন ও সাইজ অনুসারে) সান দেওয়ার মজুরী ধরা হচ্ছে।

অপরদিকে নতুন যন্ত্রপাতি তৈরীর লোহার কেজি প্রতি মজুরী ধরা হচ্ছে ১ হাজার টাকা। অন্যদিকে স্থানীয় হাট বাজারে রেডিমেট দা, বটি ও বিভিন্ন চাকু-ছোড়া বিক্রির দোকানে মানুষকে ভিড় করছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীনগর বাজার কামার পট্রি, বাড়ৈগাঁও বাজার, কামারগাঁও, বাঘড়া বাজার, ভাগ্যকুল বাজার, কুকুটিয়া বাজার, হাঁসাড়া বাজার, শ্রীনগর হরপাড়াসহ বিভিন্ন সড়কের পাশে কামারের দোকানে টুং-টাং শব্দে মূখরিত হয়ে উঠেছে। কয়লার আগুনে পুড়িয়ে পুরনো দা, বটি, ছুরি, চাপাতি ঘষা মাজা ও সান কাজে ব্যস্ত সময় পাড় করছেন কর্মচারীরা। কয়লা আগুনে শরীরের ঘাম ঝড়ানো কাজের বিনিময়ে এসব যন্ত্রপাতি প্রস্তুত করছেন তারা। ঈদ উপলক্ষে কামারের দোকানে অতিরিক্ত কর্মচারী নেওয়া হচ্ছে। কামার পট্রিতে দৈনিক ৬০০-৮০০ টাকা রোজে কাজ করছেন তারা। এ সময় কয়েকজন ব্যক্তি জানান, সামনে ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোরবানির পশু কাটার ছুরি, চাপাতি, দা-বটির সান দিয়ে প্রস্তুত রাখা হচ্ছে। সময় যতই ঘনিয়ে আসবে কামারের দোকানে মানুষের আরো ভিড় বাড়বে।

পাটাভোগের রঞ্জিত কর্মকার বলেন, স্থানীয়রা পুরনো বটি, চাপাতি, চাকু-ছুরিসহ বিভিন্ন ধারালো যন্ত্রপাতির সান দিতে আসছেন। কোরবানির ঈদ উপলক্ষে এই সময় আমাদের কাজের চাপ বাড়ছে। হরপাড়া সড়কের পাশে একাজে গড়ে প্রতিদিন ৩-৪ হাজার টাকা কামাই হচ্ছে তার। ভাগ্যকুলের কামারগাঁও বাজারের নারায়ণ কর্মকার বলেন, অনেকে আসছেন নতুন চাকু, ছুরি, চাপাতি, বটিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অর্ডার নিচ্ছেন। পাকা লোহার তৈরীকৃত চাকু, চাপাতিসহ অন্যান্য যন্ত্রপাতি তৈরী করছি। প্রতি কেজির লোহাসহ মজুরীর দাম ধরা হচ্ছে ৭০০ টাকা।