শ্রীনগরে ঐতিহ্যবাহী রথযাত্রা

0
92

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে সনাতন ধর্মীয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে ৫ টার দিকে সনাতন ধর্মের শতশত নারী-পুরুষ ও কিশোর-কিশোরী বৃষ্টি উপক্ষো করে রথযাত্রা র‌্যালীতে অংশগ্রহন করেন।

শ্রীনগর কেন্দ্রীয় শ্মশানঘাট সংলগ্ন শ্রী শ্রী কালী মন্দির থেকে রথযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রীনগর পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), পাটাভোগের শ্রী হরি কালী কুমার ঠাকুর মন্দির, পাটাভোগ ছনবাড়ির শ্রী শ্রী জগন্নাথ বলদেব শুভদ্রা মহারানীর মন্দির কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

৭দিন ব্যাপী এই রথযাত্রা উৎসবের প্রথম দিনকে বলা হয় সোজা রথযাত্রা এবং একই পথে ফিরে আসাকে বলা হয় উল্টো রথযাত্রা।