হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের বিনামুল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরন

0
65

হিলি প্রতিনিধি: আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জনের লক্ষ্যে ও কৃষকদের উচ্চ ফলনশীল ধান আবাদে উৎসাহিত করতে দিনাজপুরের হিলিতে ৫২০জন কৃষকের মাঝে বিনামুল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।

কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কৃষক দের মাঝে এসব বিতরন করা হয়।

প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এসময় সেখানে পৌরমেয়র জামিল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।