গোপালপুরে জুতার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, কারাদণ্ড

0
77

মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের কোনাবাড়ী বাজারে, জুতার ব্যবসার আড়ালে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে সাইফুদ্দিন মাসুদ (৪৮)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা। উত্তর গোপালপুরের বাসিন্দা, আজাহারুল ইসলামের ছেলে মাসুদ কোনাবাড়ী বাজারের পৌর সুপার মার্কেট সংলগ্ন মজিবর সু স্টোরের মালিক।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই জুতা বিক্রির আড়ালে মাসুদ ইয়াবা সেবন ও ব্যবসা চালিয়ে আসছে। একই অভিযোগে ইতিপূর্বে থানা পুলিশ তাকে আটক করেছিল, তিনি পুনরায় এ ব্যবসা চালিয়ে যেতে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তার দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার ও দন্ডাদেশ দেয়।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, পৌর কাউন্সিলর মঈন উদ্দিন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সাজাপ্রাপ্ত ওই ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।