কেনিয়ান অ্যাথলেট কিপিগনের বিশ্বরেকর্ড

0
117

কেনিয়ার ২৯ বছর বয়সী অ্যাথলেট ফেইথ কিপিগন বিশ্বরেকর্ড গড়েছেন। মেয়েদের ১ হাজার ৫০০ ও ৫ হাজার মিটার দৌড়ে এই রেকর্ড গড়েন তিনি।

কেনিয়ার ২৯ বছর বয়সী অ্যাথলেট ফেইথ কিপিগন বিশ্বরেকর্ড গড়েছেন। মেয়েদের ১ হাজার ৫০০ ও ৫ হাজার মিটার দৌড়ে এই রেকর্ড গড়েন তিনি। শুক্রবার (৯ জুন) প্যারিসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে মেয়েদের ৫ হাজার মিটার দৌড় শেষ করতে ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড সময় নেন ফেইথ কিপিগন।

এর আগে ২০২০ সালে ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে রেকর্ড করেছিলেন ইথিওপিয়ার লেতেসেনবেট গিদে। এবার তাকে ছাড়িয়ে গেলেন কিপিগন।

বিশ্বরেকর্ড গড়ে ফেইথ কিপিগন বলেন, ‘আমি বুঝতে পারিনি বিশ্বরেকর্ড করে ফেলেছি। আমি এটি ভাবিনি। আমি শুধু দৌড় উপভোগ করার চেষ্টা করেছি। পরে জানতে পারি বিশ্বরেকর্ড গড়েছি।’

এর আগে ২ জুন ৩ মিনিট ৪৯.১১ সেকেন্ড সময় নিয়ে ১ হাজার ৫০০ মিটার দৌড় শেষ করেন। তাতে ২০১৫ সালে ইথিওপিয়ার জেনজেবে দিবাবার গড়া ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডের রেকর্ড ভেঙে দেন। সবমিলিয়ে এক সপ্তাহের মধ্যে দুটি বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন এই কেনিয়ান অ্যাথলেট।