মুন্সীগঞ্জে সরকারি শৌচাগার দখল করে দলিল লেখকের চেম্বার! ভোগান্তিতে মানুষ

0
476

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সাব-রেজিস্টার কার্যালয়ের সরকারি শৌচাগার দখল করে দলিল লেখকের চেম্বার করা হয়েছে। শৌচাগার না থাকায় জরুরী কাজে সাব-রেজিষ্টার অফিসে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ে এমন কান্ড ঘটনো হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, সরকারী অর্থায়নে নির্মিত শৌচাগারটি দলিল লেখক জাকির মাদবর ও তার পুত্র দলিল লেখক মাহমুদুল হাসান চেম্বার করে কাজ করছেন। সাবরেজিস্টার কার্যালয়টি অতীতে টঙ্গীবাড়ি উপজেলার অস্থয়ী জেলখানা ছিলো। সেই সময়েই তৈরি হয়েছিলো দখলকৃত এই শৌচাগারটি। অসাধু ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তার যোগসাজশে পুরাতন শৌচাগারের লোহার দরজাসহ বিভিন্ন মালামাল বিক্রি করে দিয়ে দলিল লেখক জাকির মাদবর ও তার ছেলে মাহমুদুল হাসান তাদের চেম্বার করেছে।

এ বিষয়ে জাকির মাদবরের ছেলে মাহামুদুল হাসান জানান- এ বিষয়ে তার পিতা জাকির মাদবর জানেন। তিনি কিছুই জানেন না।

এ বিষয়ে জাকির মাদবর জানান, সরকারি শৌচাগারটি পরিত্যাক্ত থাকায় সেখানে তিনি দলিল লেখকের চেম্বার করেছেন।

এ বিষয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি দুঃখজনক। কিভাবে তিনি সেখানে চেম্বার তৈরি করেছে তা আমি জানিনা। তবে সরকারি শৌচাগার দখল করে দলিল লেখকের চেম্বার করা ঠিক হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।