রামগঞ্জে স্কুলছাত্রীদের উত্যক্ত করায় অটোরিকশা চালক কারাগারে

0
186

পারভেজ হোসাইন, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলছাত্রীদের উত্যক্তের ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. ইব্রাহিমকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুন) বিকেল ৬ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম উপজেলা ভাদুর ইউনিয়নের পূর্ব ভাদুর গ্রামের আবুল বাশারের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের পানিওয়ালা উচ্চ বিদ্যালয়ের ২-৩ জন ছাত্রীকে অটোরিকশা চালক ইব্রাহিম উত্যক্ত করে। এতে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আটক করা হয়। এসময় ইব্রাহিম তার দোষ স্বীকার করেছে। এতে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন বলেন, ২-৩ জন শিক্ষার্থীকে ওই ছেলেটি উত্যক্ত করেছে। তাকে সাজা দেওয়া হয়েছে। থানা পুলিশের মাধ্যমে তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।