কালীগঞ্জে দক্ষতা উন্নয়ন (গাভিপালন) নিবিড় প্রশিক্ষণ শুরু

0
997

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্র্রসারণ প্রকল্পের আওতায় গরুর খামারিদের নিয়ে ৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে।

উপজেলা সমবায় অফিসের আয়োজনে সোমবার (৫জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এক প্রশিক্ষন উদ্বোধন করেন দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারন প্রকল্পের পরিচালক মো: মশিউর রহমান । প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, ঝিনাইদহ জেলা সমবায় অফিসার মো: জাফর ইকবাল, কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো: আসাদুজ্জামান । দুগ্ধ সমবায়ের কার্যক্রম স্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জে গঠিত চিত্রা দুগ্ধ সমবায় সমিতিসহ দুইটি সমিতির ৫০জন সদস্য অংশ নেন।

উপজেলা সমবায় কর্মকর্তা জানান, সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ৫০জন গরু খামারিকে ২টি করে গাভী গরু প্রদান করা হবে হবে। এই গাভি থেকে খামারিরা দুধ সংগ্রহ করবে । এই প্রকল্পের গরু থেকে খামারি নিজের দুধের চাহিদা মিটিয়ে অন্যদের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন। তিনি আরো জানান, চার বছর মেয়াদি এই প্রকল্পে গরুর খামারিরা লাভবান হবেন।