বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৯৯ লাখ ছাড়াল

0
133

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, আজ সোমবার (৫ জুন) সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৯৯ লাখ ৫ হাজার ৩৬২ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৮৭ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭১ লাখ ৩৭ হাজার ৩৪০ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৬৫ হাজার ৭৩৩ জন।

বাংলাদেশের প্রতিবেশী ভারতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৫৮২ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৮৮০ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার কোটি ৯৮ হাজার ৪১৩ জন এবং মারা গেছে এক লাখ ৬৭ হাজার ৩৭৩ জন।

বাংলাদেশে রোববার (৪ জুন) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে।