সরিষাবাড়ীতে নবনির্মিত গ্রামীণ বাজার দ্বিতল ভবনের শুভ উদ্বোধন

0
93

তৌকির আহাম্মেদ হাসু: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে ২ কোটি ২৭ লক্ষ ২২ হাজার ২শত ৭৩ টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ ইং অর্থ বছরে মেসার্স লাবনী এন্টারপ্রাইজ নির্মাণ কাজ শেষ করে এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে উপজেলা প্রকৌশলী এর বাস্তবায়নে নবনির্মিত ভবনের ফিতা কেটে উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক মুকুল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, জগনাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা,উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নিরব প্রমুখ।

আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী ও সুধীজন এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।