পুঠিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
23

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা.মনসুর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ, পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, পবা (শিবপুর হাট) হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

Author