ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে উধয়ধুল দাখিল মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি

0
77
ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্থ টিনের ছাউনী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দমকা হাওয়া ও শিলা বৃষ্টির কারণে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের উধয়ধুল দাখিল মাদ্রাসার টিনের ছাউনী ছিদ্রসহ প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বারান্দাসহ শ্রেনী কক্ষ গুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিষ্ঠানটির ৪শ জন শিক্ষার্থীর পাঠদানে ব্যাহত হচ্ছে।

গত কয়েকদিনের পূর্বের শিলা বৃষ্টিতে প্রতিষ্ঠানের ১১ কক্ষ বিশিষ্ট শ্রেণীকক্ষের টিনের ছাউনী ছিদ্র হয়ে যায়। যার ফলে অল্প বৃষ্টিতে শ্রেণী কক্ষের ভিতরে ও বারান্দায় পানি প্রবেশ করে শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়। কিন্তু বর্তমানে জরাজীর্ণ শ্রেণীকক্ষসহ বারান্দা মেরামত সংস্কারের জন্য প্রতিষ্ঠানটির আর্থিক সংকট রয়েছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ বিষয়ে সুপার মোঃ গোলাম মোস্তফা জানান, মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে জরুরী ভিত্তিতে শ্রেণী কক্ষগুলি মেরামত করতে হবে। এজন্য তিনি স্থানীয় জন প্রতিনিধিসহ উদ্বর্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।