কবিতাঃ নজরুল তুমি

0
295

নজরুল তুমি
সুদীপ চন্দ্র হালদার

শান্ত-অচঞ্চল বাংলা কাব্যের কালবৈশাখী তুমি,
বিদ্রোহী যৌবনের নির্বাধ পদধ্বনি তুমি,
মৃত্যুঞ্জয়ী বীরের চির জয়ধ্বনি তুমি,
অগ্নিবীণার সুর ঝংকারে বিদ্রোহী কবি নজরুল তুমি।

শোষণ-শাসনের শৃঙ্খল ভাঙ্গার ব্রতচারী তুমি,
উদ্ধত কাপালিকের উচ্চারিত ভৈরবী মন্ত্র তুমি,
রণভেরি বাজিয়ে মানবমুক্তির গান তুমি,
তোমার সৃষ্টির প্রাচুর্যে তুলনারহিত তুমি।

সৃষ্টিকর্মে মিশ্র ঐতিহ্যের পরিচর্যায় তুমি,
শ্যামাসংগীতে মনভুলাতে তুমি, গজলেও তুমি,
মুসলিম মৌলবাদের নিশানায় তুমি, হিন্দুর নিশানাও তুমি,
সাম্যের কবি তুমি, মানবতার জয়ধ্বনিতে তুমি।

চির যৌবনের কবি তুমি, প্রেমিক পুরুষ তুমি,
অতি হিসাবী নার্গিসের অভিমানী নজরুল তুমি,
শিকল ভাঙ্গার গান তুমি, প্রেমিকের সুর তুমি,
ব্রিটিশ বিরোধী বিপ্লবীর প্রিয় কবি তুমি।

সত্যের উচ্চারণে, বঞ্চিতের মুক্তিতে চির নির্ভীক তুমি,
শাসকের হুমকি, শোষকের দন্ডে অকপট তুমি,
‘আনন্দময়ীর আগমণে’ কারাবাসে সাবলীল, সরব তুমি,
বুলবুলের বিয়োগে চির নীরব হলে চির বিদ্রোহী তুমি।