ঘুরে দাঁড়ানো ৯ জনসহ ২৭ জয়িতাকে সংবর্ধনা

0
171

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো ৯ নারীসহ অন্যান্য ক্যাটাগরিতে ২৭ জয়িতাকে দিয়েছে সংবর্ধনা।

জয়িতাদের অর্জন এবং সমাজের উদ্যোগী নারীদের কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করে ‘এসকেএস ফাউন্ডেশন’।

সোমবার (১৫ মে) এসকেএস ইন গাইবান্ধায় এই সংবর্ধনা আয়োজন করা হয়।

এসময় ৪ ক্যাটাগরির ২৭ জয়িতা প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এসব টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা রাসেল আহম্মদ লিটন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নার্গিস জাহান, জয়িতা শান্তরানী, শাহানাজ মনজুয়ারা বেগম প্রমুখ।

এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা রাসেল আহম্মদ লিটন বলেন, তাদের এই কর্মসূচির আওতায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ উপজেলার ও লালমনিরহাট জেলার ২৭ জয়িতাকে সংবর্ধিত করা হয়। সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জয়িতা স্বীকৃতি অর্জন করেছেন ওইসব নারীরা।