বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

0
160

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৩ উদ্বোধন হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ৩টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড়স্থ খাদ্য গুদামে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব মো. হাবিবর রহমান।

এসময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম, শেরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) নব কুমার সাহা, পুলিশ পরিদর্শক(তদন্ত) আজমগীর হোসেন, শেরপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, মির্জাপুর এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভুইয়া, উপজেলা সেমি অটো চাউল কল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, উপজেলা চাউল কল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ মো গোলাম রব্বানী, বিশিষ্ট চাউল ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ মৌসুমে অনলাইন রেজিস্ট্রেশন লটারিতে বিজয়ীদের মাধ্যমে শেরপুর উপজেলায় ১৫৬৮ মেট্রিকটন ধান।

চুক্তিবদ্ধ ১৫৪টি মিল-চাতাল থেকে ১০ হাজার ৭৩৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা কেজি ও চাল ৪৪ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে এবং এ অভিযান আগামী ৩১ আগস্ট শেষ হবে বলে জানা যায়।