ঘূর্ণিঝড় ‘মোখা’ সম্পর্কে জেলে পল্লীতে সচেতনতায় পুলিশ

0
148

ইয়ামিন হোসেন: জেল্লে পল্লীগুলোতে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনো সচেতন হতে পারেনি মানুষ। মহা বিপদ সংকেত এর মধ্যও প্রতিদিনের মত নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। এমন খবরে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা একটি টিম নিয়ে ইলিশা সোনাডগী জেলে পল্লী ও মেঘনার কুলের জেলেদের মাঝে ঘূর্ণিঝড় মোখা এর সম্পর্কে সচেতন করেন। পুলিশের সচেতনতায় মহা বিপদ সংকেত এর মধ্য নদীতে যাওয়া থেকে বিরত থাকেন জেলেরা।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমাদের উদ্বর্তন স্যারদের নির্দেশে আমরা এই অঞ্চলের মানুষদের ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে সচেতন করে যাচ্ছি। এর মধ্যে শুনতে পেয়েছি জেল্লে পল্লীর মানুষরা এই বিপদ সংকেত এর মধ্য নদীতে মাছ শিকারে যাচ্ছে। এমন খবরে আমাদের ফাঁড়ির টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মাঝে মোখা’র সম্পর্কে সচেতন করলে নদীতে যাওয়া থেকে বিরত তাকেন। এদিকে প্রশাসন সর্তক অবস্থানে থাকায় ইলিশাঘাট থেকে কোন নৌযান ছেড়ে যায়নি।