তাহিরপুর সীমান্তে ‘কয়লা সহ মদের’ চালান আটক

0
146

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা সহ ভারতীয় মদের চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, চারাগাঁও বিওপির নিয়মিত একটি টহল দল মঙ্গলবার রাতে সীমান্ত মেইন পিলার উপজেলার (১নং) উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। অপরদিকে একই বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১১৯৫ এর নিকট হতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী হতে ১ হাজার, ১শত কেজি ভারতীয় কয়লা আটক করেছে।সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।