শ্রীনগরে অসহায় কৃষকের দুই বিঘা জমির ধান কর্তন

0
358

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে গিবন বেপারী নামে এক অসহায় কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কর্তন কাজ সম্পন্ন হয়েছে। রোববার ভোর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাঘড়া বাজারের দক্ষিণে অবস্থিত পদ্মার চরে এসব ধান কেটে দেন বাঘড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলম শেখ। তার নেতৃত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য সদস্যগণ জমিতে ধান কাটা কাজে অংশগ্রহন করেন।

জানা গেছে, পশ্চিম বাঘড়া গ্রামের গিবন বেপারী শ্রমিক সংকট ও টাকার অভাবে পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েন। বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলম শেখ ওই কৃষকের ধান কেটে দেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দেন।

কৃষক গিবন বেপারী জানান, বর্তমানে এ কাজে একজন শ্রমিককে তিন বেলা খাবার দিয়ে দৈনিক পারশ্রমিক ধরা হচ্ছে ১ হাজার টাকা। এ পরিস্থিতিতে অতিরিক্ত শ্রমিক মূল্য দিয়ে আমার পক্ষে জমির ধান কাটা অসম্ভব হয়ে পড়ে। আলম ভাই বিষয়টি জানতে পেরে লোকজন নিয়ে আমার সব ধান কেটে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন।