বেতিসকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সা

0
148

রায়ো ভায়েকানোর কাছে কদিন আগে ২-১ গোলে হারা বার্সেলোনা পরের ম্যাচেই দারুণ প্রতিক্রিয়া দেখালো। রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপার বেশ কাছে তারা।

এই জয়ে ৬ ম্যাচ হাতে রেখে বার্সা নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (৬৮) চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্টে শীর্ষে তারা।

আন্দ্রেস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানডোভস্কি ও রাফিনহা ১০ জনের বেতিসের বিপক্ষে জালের দেখা পান। ১৪ মিনিটে রাফিনহার ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন এরিকসেন।

বার্সার কাজ সহজ হয় বেতিস ডিফেন্ডার এডগার গঞ্জালেস দুটি বাজে ট্যাকলের কারণে দুটি হলুদ কার্ড দেখলে। ১২ মিনিটে ইনজুরিরে পড়া লুইজ ফিলিপের স্থলাভিষিক্ত হওয়ার পর মাত্র ২১ মিনিট মাঠে ছিলেন তিনি।

৩২ মিনিটে ১০ জনের দল হওয়া বেতিসকে দাঁড়াতে দেয়নি বার্সা। প্রথমার্ধে ৩ মিনিটে দুটি গোল করেন লেভানডোভস্কি ও রাফিনহা।

৩৬ মিনিটে জুলিয়াস কুন্দের পাসে বক্সের মধ্যে থেকে জাল কাঁপান লেভানডোভস্কি, ১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

রাফিনহা ৩ মিনিট পর গোল করেন। গোল উদযাপনে সময় লেগেছে তার, কারণ অফসাইডের বাঁশি বেজেছিল। পরে ভিএআরে সিদ্ধান্ত বদলে যায়।

ছয় গজ বক্সের মধ্যে আনসু ফাতির ক্রস আটকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান গুইদো রদ্রিগেজ।

এই ম্যাচে অভিষেক হয় এরিক ইয়ামালের। বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ১৫ বছর বয়সীর।