বগুড়ার শেরপুরে অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

0
131

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অবৈধ মাটি উত্তোলনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্টে এলেজা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধার (২৭ এপ্রিল) বৃহস্পতিাবার সকালে রনবীরবালা ঘাটপার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত আলতাব আলীর স্ত্রী এলেজা বেওয়া রনবীরবালা ঘাটপার এলাকায় তার ভাতিজির বাড়িতে বেড়াতে যায়। ভাতিজির বাড়ি থেকে বাড়ি ফেরার সময় ঘাটপার ইমরানের দোকানের সামনে এসে পৌছলে শেরপুরের দিকে আসা অবৈধ মাটি বহনকারী দ্রুত গতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এ সময় জানতা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে শেরপুর থানা পুলিশ এসে ট্রাকটি থানায় নিয়ে যায়।

সচেতন মহলের অনেকেই অভিযোগ করে বলছেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে মাটি কাটার বিষয়টি জানানো হলেও অজ্ঞাত কারণে তারা মাটি বিক্রি করা বন্ধ করেননি। আর এ কারণেই সড়ক দুর্ঘটনার মত ঘটনা ঘটছে। এছাড়াও গ্রামের অল্প লোড বহনকারী রাস্তা নষ্ট হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা বলেন, মাটি কাটার বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।