যাত্রাবাড়ীতে র‌্যাবের হাতে এক ভুয়া পুলিশ প্রতারক গ্রেফতার

0
151

মনির হোসেন জীবন- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী এক প্রতারক’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিপ্লব হোসাইন (৩০)। সে বগুরা জেলার শিবগঞ্জ থানার পালিকান্দা গ্রামের মো: রফিকুল ইসলামের পুত্র। সে বর্তমানে ডিএমপি যাত্রাবাড়ী সুতি খালপাড় এলাকায় বসবাস করে আসছিল।

আজ বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ও এএসপি (মিডিয়া) এনায়েত কবির সোহেব এ খবর নিশ্চিত করেছেন।

এনায়েত কবির সোহেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল মঙ্গলবার
বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী বিপ্লব হোসাইন নামে এক প্রতারক’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এসময় তার নিকট থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি বিপ্লব হোসাইন একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সাথে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।