নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

0
236

নিজস্ব প্রতিবেদকঃ- নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’।

নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তিরিক্ত জেলা প্রশাসক আশীষ নুর,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,নেত্রকোণা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ অন্যরা। পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।