মাওয়া ঘাট এলাকায় দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ মোতায়েন

0
197

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জ আওতাধীন পদ্মা সেতু ও শিমুলিয়া ঘাট এলাকায় অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতু এলাতায় হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীর আগমনে উপচে পড়া ভিড় জমেছে।

দেখা গেছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাট এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট, খাবারের দোকান ও ট্রলারঘাটে অতিরিক্ত পর্যটকের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সরব উপস্থিতি। লক্ষ্য করা গেছে, পদ্মা ব্রিজ জোন এলাকায় ট্যুরিস্ট পুলিশ মনিটরিং করার মাধ্যমে নানা খোঁজ খবর নিচ্ছেন।

পদ্মা ব্রিজ জোন পদ্মা (মুন্সীগঞ্জ) ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ মো. সাবের রেজা বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় জমেছে। তারা যেন নিরাপদে ঘুরে বেড়াতে পারেন সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হচ্ছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। দূরদুরান্ত থেকে আগত দর্শনার্থীদের সেবায় সদা সর্বদা আমরা নিয়োজিত। দর্শনার্থীদের যে কোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার অহবান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ট্ররিস্ট পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মিলনসহ অন্যান্য সদস্যবৃন্দ।