বঙ্গভবন থেকে আব্দুল হামিদের রাজসিক বিদায়

0
118

বঙ্গভবন থেকে রাজসিক বিদায় নিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপতির এমন আনুষ্ঠানিক বিদায়।

নতুন রাষ্ট্রপতির শপথের পর সমস্ত আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের বাইরে আসেন তিনি।

লাল গালিচায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ফুলে মোড়ানো একটি খোলা জিপে স্বস্ত্রীক উঠেন মোহাম্মদ আব্দুল হামিদ।

এ সময় বঙ্গভবনের সকল কর্মকর্তা-কর্মচারীরা রশি টেনে বঙ্গভবনের মূল ফটকের সামনে নিয়ে আসেন। দীর্ঘদিন এ এলাকার আলো বাতাসে কাটানো তাই বিদায় লগ্নে রাষ্ট্রপতির চেহারা ছিল ভীষণ মলিন।

বঙ্গভবন থেকে শেষ বারের মত মোটরশোভা যাত্রায় যাবেন নিজ বাড়ি উত্তরার নিকুঞ্জে। জানিয়েছেন দেশবাসীর ভালবাসায় থাকবেন আজীবন আর ফিরবেন না রাজনীতির মাঠে।

দেশের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি হিসেবে দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ।