গোপালপুরে এমপি ছোট মনির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

0
138

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়ন বাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (১৪ এপ্রিল) শুক্রবার বিকেলে ধোপাকান্দি আদর্শ গার্লস স্কুল মাঠে, স্থানীয় এমপি ছোট মনির এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

ধোপাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ও ভূঁইয়া সংসদ সদস্য এমপি ছোট মনির, আরো বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, ধোপকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, নগদাশিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।