১৯৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন সরকারি প্রণোদনা

0
133

ইসমাইল, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে চলতি বছরে খরিপ এক ২০২৩-২০২৪ মৌসুমী উপশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

দেশের এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই বাণীকে সামনে রেখে ভার্চুয়ালি অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আজ উপজেলার পরিষদ মিলনায়তনে বক্তারা শ্রদ্ধা ভরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবতার ফেরিওয়ালা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ও প্রণোদনা উপকারভোগী কৃষক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম উপজেলা দপ্তরের সকল কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।