পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৪

0
123

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় এ ঘটনা ঘটে।

কোয়েটা হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ বলেন, আমরা সিভিল হাসপাতালে এ পর্যন্ত চারটি মৃতদেহ এবং আহত ১৫ জনকে পেয়েছি।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শাফকাত চিমা বলেন, কান্দাহারী বাজারে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের পার্ক করা গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, কর্মকর্তার গাড়ির পেছনে রাখা একটি মোটরসাইকেলে ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্র রাখা হয়েছিল। জানা গেছে, মোটরসাইকেলে চার থেকে পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যা রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন জোহাইব মহসিন জানান, আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কোয়েটা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য বিস্ফোরণস্থলে পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়িটি ঘিরে রেখেছেন। বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সকেও বিস্ফোরণস্থল ছেড়ে যেতে দেখা গেছে।

২৪ ঘণ্টার মধ্যে দেশটির পুলিশের ওপর এটি দ্বিতীয় হামলা। রবিবার সন্ধ্যায় সশস্ত্র লোকেরা কোয়েটায় পুলিশ ঈগল স্কোয়াডের কর্মীদের লক্ষ্যবস্তু করেছে। সে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়েছে। সূত্র : ডন, রয়টার্স, আলজাজিরা