শার্শা থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

0
297

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল সহ সেকেন্দার সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। আটক সেকেন্দার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের ইমাম সরদারের ছেলে। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, উপজেলার পাঁচভুলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।