তাহিরপুর সীমান্তে ‘চোরাই কয়লা’ জব্দ

0
146

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর সীমান্তে ইঞ্জিনচালিত স্টীল বডি নৌকা সহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কয়লার চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, বালিয়াঘাটা বিওপির নিয়মিত একটি টহল দল বুধবার (৫এপ্রিল) সীমান্ত পিলার ১১৯৬/৭-এস এর নিকট হতে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধেরহাটা এলাকা থেকে ১ হাজার, ১শত কেজি ভারতীয় কয়লা সহ ১টি ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকা আটক করেছে। যার আনুমানিক সিজার মূল্য ৭ লাখ,৫৪ হাজার টাকা।

অপরদিকে একই বিওপি সীমান্ত পিলার ১১৯৬/৭-এস এর নিকট হতে ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা এলাকা থেকে ১ হাজর ,৫শত কেজি ভারতীয় কয়লা আটক করে।

যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট থেকে ১ হাজার ,৩ শত কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা।