দেশ টিভি’র সাংবাদিক অসীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

0
116

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে ২ মামলা প্রত্যাহার ও অসীমকে হয়রানির বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন দেশ টিভি দর্শক ফোরাম খুলনা। মানববন্ধন ও সমাবেশে যোগ দেন খুলনার সিনিয়ার সাংবাদিক,সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের পরিচালনায় ও সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,খুলনার সমন্বয়কারী এ্যাড. মো. মোমিনুল ইসলাম, বাংলাভিশনের আতিয়ার পারভেজ,ডিবিসির আমিরুল ইসলাম, কালের কন্ঠের সাংবাদিক কৌশিক দে , গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন,নতুন তারার প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, হিন্দু-বৌদ্ব-খ্রিস্টান এক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিনাল কান্তি বিশ্বাস, হিন্দু মহাজোটের খুলনার আহবায়ক লিটন মন্ডল, ,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অভিজিত পাল, এস এ টিভির রকিবুল ইসলাম মতি, সময়ের খবরের সাংবাদিক সোহাগ দেওয়ান, মাই টিভির শিশির রঞ্জন মল্লিক প্রথম আলোর সাদ্দাম হোসেন, দৈনিক বাংলা ও নিউজ বাংলার আউয়াল শেখ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরাফত হোসেন অনিক, দৈনিক অর্নিবানের কলিন হোসেন আরজু, এটিএন নিউজের রবিউল ইসলাম, অনিমেষ, ইমরান তুহিন, সাহারুজ্জামান সাওন, আবীর হাসান, সাকিব হাসান, ইমরান শেখ, সিয়াম শেখ, দেশ সংযোগের আমিরুল ইসলাম,এশিয়ান টিভির বি এ রাকিব হাসান, মেহেদী হাসান,সাংবাদিক শামীম হোসেন, সানজিত শানু, এসকে রাজু আহম্মেদ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, একের পর এক ডিজিটাল সিকিউরিটি আইনে দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য গত ১৮ মার্চ দেশ টিভিতে একটি সংবাদ প্রকাশ করা হয়। এই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সহ একের পর এক মামলা করার অভিযোগ রয়েছে।