সাদুল্লাপুরে মুদ্রা পাচারকারী আব্দুল মোতালেব গ্রেফতার

0
127

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মূলহোতা আব্দুল মোতালেব (৫৬) কে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার আব্দুল মোতালেব উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বৃহস্পতিবার বিকেলের দিকে ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় দড়ি তাজপুর এলাকা থেকে কুখ্যাত বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মাস্টারমাইন্ড এজাহার নামীয় পলাতক আসামি আব্দুল মোতালেবকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবৎ বিশেষ কায়দায় বৈদেশিক মুদ্রা কাগজের তৈরি কার্টুনে করে টাকার বান্ডিল সাদৃশ করে ডলার বানিয়ে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এজন্য তিনি আত্মগোপনে চলে যান। এছাড়া তিনি কিছু দিন পর পর অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে চালিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।