ধামরাইয়ে শ্রী রামচন্দ্রের জম্ম তিথি, রাম নবমী উদযাপন

0
198

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আর্বিভাব তিথি “শ্রী রাম নবমী” উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভি. এইচ.পি) ধামরাই উপজেলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, পরমেশ্বর ভগবান শ্রী রামের জীবন – আদর্শের উপর বিশেষ ধর্মীয় আলোচনা ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ পূজা- যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের প্রসাদ সেবার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ শে মার্চ) সকাল সাড়ে এগারটার দিকে ধামরাই শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির এর সামনে থেকে বিশ্ব হিন্দু পরিষদ, ধামরাই উপজেলা শাখার আয়োজনে মর্যাদা পুরুষোত্তম ভগবানের আবির্ভাব তিথি শ্রী রাম নবমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ধামরাইয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ হয়ে ধামরাই কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে এসে শেষ হয়।

এ’সময় এ’মঙ্গল শোভাযাত্রায় উপস্হিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, ধামরাই উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার রায় মৌলিক, সহ-সভাপতি শ্রী স্বপন কুমার পাল (শিক্ষক) , সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ বনিক, কর্মকর্তা শ্রী হারাধন চক্রবর্তী সহ কমিটির অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ ও উপস্হিত ভক্তবৃন্দ।

এরপর ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির অঙ্গনে নানা আয়োজনে পূজা-অর্চনা শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

পূজা শেষে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের জীবন – আদর্শের উপর বিশেষ ধর্মীয় আলোচনা ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা সভা বিশ্ব হিন্দু পরিষদ, ধামরাই উপজেলা শাখা কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার রায় মৌলিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ বনিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

রাম নবমীর এ’অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের প্রসাদ সেবার আয়োজন করা হয়।