মহাতীর্থ লাঙ্গলবন্দে নবনির্মিত বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি স্নানঘাট উদ্বোধন

0
144

রনজিত কুমার পাল (বাবু)লাঙ্গলবন্দ থেকে: নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক মহাতীর্থ লাঙ্গলবন্দে নবনির্মিত বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি স্নান ঘাট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি অধ্যাপক ধীরেন্দ্র নাথ বিশ্বাস।

এ’সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী পরিতোষ ঘোষ,যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী রতন পাল ভৌমিক,কোষাধ্যক্ষ শ্রী দীপক কুমার পাল সহ লাঙ্গলবন স্নান উৎসব উদযাপন কমিটির তত্বাবধায়ক,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শিখন সরকার শিপন ও অন্যান্য নেতৃবৃন্দ।

এবার দিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ৪৫ বছর যাবত মহাতীর্থ লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান উৎসবে সেবা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির গৃহীত সেবা কার্যাদি- অষ্টমী স্নান উৎসব উপলক্ষে লাঙ্গলবন্দ তীর্থক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও প্রতিবেশী রাষ্ট্রসমূহ হতে লক্ষ লক্ষ তীর্থ যাত্রীর আগমন ঘটে। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি অষ্টমী স্নানে আগত তীর্থ যাত্রীদের জন্য বিশ্রামাগার, মহিলাদের স্নানান্তে কাপড় পাল্টানোর ব্যবস্হা,বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্হা,স্বাস্থ্যসম্মত পয়:প্রণালির ব্যবস্হা,চিকিৎসাসেবা প্রদান,প্রসাদ বিতরণ ও স্নানঘাটে শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

আজ মঙ্গলবার রাত থেকে লাঙ্গলবন্দ মহাতীর্থে অষ্টমী পূন্যস্নান শুরু হবে আগামীকাল বুধবার রাত দশটা পর্যন্ত পূর্ন্যস্নানে লক্ষ লক্ষ পূর্ণার্থী দেশী- বিদেশি ভক্তবৃন্দ অংশ গ্রহণ করিবে।

প্রশাসন সহ স্নান উৎসব উদযাপন কমিটি ঐতিহাসিক মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব কার্যক্রম সুষ্ঠু সুন্দর ভাবে সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়।