পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0
98

‘এখনো অপ্রাপ্তি আর বৈষম্য থাকলেও বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে বাংলাদেশ’ এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২৬ মার্চ) দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এসে এখনো আমাদের অপ্রাপ্তি আছে, বৈষম্য আছে। আছে সাম্প্রদায়িকতার ছোবল, আছে জঙ্গিবাদের তৎপরতা। তারপরেও বাংলাদেশ পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনার পথে বাংলাদেশ টিকে আছে, টিকে থাকবে।

তিনি আরও বলেন, যদি দেশটা টিকে থাকে তবে আমরা সব সমস্যার সমাধান করতে পারব। এক্ষেত্রে সাংবিধানিক ধারা রক্ষা করতে হবে। ৫২ বছর হয়ে গেল, সব শত্রুর মুখে ছাই দিয়ে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। এটাই সবচেয়ে বড় অর্জন।