ধামরাইয়ে গণ হত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
286

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি:ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজনে ২৫ শে মার্চের গণ হত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দেয়ালিকার ও প্রজেক্টের মাধ্যমে গণ হত্যার তথ্য চিত্র প্রদর্শিত হয়।

বৃহস্পতিবার (২৩শে মার্চ) ধামরাই উপজেলার সুয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আনোয়ারুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

২৫শে মার্চের গণ গত্যা দিবস উদযাপন ২০২৩ এর অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সাহেব। তিনি গণহত্যার ইতিহাস, পাকিস্তানিদের বর্বরোচিত হামলার বিভৎসতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণতার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গভার্নিংবডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
শেখ রাসেল দেয়ালিকার মাধ্যমে গণহত্যার তথ্যচিত্র প্রকাশিত হয়।এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রজেক্টরের মাধ্যমে চলমান তথ্যচিত্র প্রদর্শিত হয়।