শার্শার বাগআঁচড়ায় মা সমাবেশ ও স্কুল মিল প্রকল্পের উদ্বোধন

0
134

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১শে মার্চ)সকাল ১১ টার সময় জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেজ্ঞ এসোসিয়েশন (জেবিসিইএ) ও স্থানীয় জনগনের সহযোগিতায় এ মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসএমসি বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এ মিল প্রকল্প ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক গুণ বাড়িয়েছে। তবে এখনো কিছু সংকট আছে তবে দেশ ও জাতীর স্বার্থে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ওসমান গনি মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

এ সময় শার্শা উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,স্কুল ফিডিং প্রকল্পের সভাপতি হাসান মাসুদ পলাশ,স্কুলের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহানাজ পারভীন,শহিদুল ইসলাম মন্তু, ফারহানা খাতুন,সাবেক ইউপি সদস্য আরিনা পারভীন, এলাকার সুধিজনেরা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।